চট্টগ্রামে থানা লুটে জড়িত সন্দেহে গ্রেফতার ২
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের দিন ৫ আগস্ট চট্টগ্রামে থানা লুটের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করেছে নগরীর পাহাড়তলি থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় পাহাড়তলী থানার নয়াপাড়া রেল বিট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দোনলা বন্দুক এবং তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. মালেক ওরফে মাইল্ল্যা (২৫) ও মো. বিজয় (২২)।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলাসহ থানা লুটের মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয় বলে জাগো নিউজকে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫ আগস্ট পাহাড়তলি থানায় হামলা লুট ও অগ্নিসংযোগে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করে।
এরপর তাদের নিয়ে রাতেই পাহাড়তলি থানার নয়াপাড়াস্থ রেল বিট এলাকার পোড়া বাড়ির উত্তর পাশের একটি খালি জায়গায় লুকিয়ে রাখা একটি দোনলা বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এমডিআইএইচ/এমআরএম/এএসএম