বোয়ালখালীতে ৪ ফার্মেসিকে ৮৩ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৫ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের বোয়ালখালীতে বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে ৮৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ ডিসেম্বর) বোয়ালখালী পৌর সদরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। এ সময় ওষুধ প্রশাসন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন অভিযানে অংশ নেন।

বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রির দায়ে পৌর সদরের ইকবাল ফার্মেসিকে ৩ হাজার টাকা, গ্রামীণ মেডিসিন কর্নারকে ২০ হাজার টাকা, মনোরমা ফার্মেসিকে ৩০ হাজার টাকা এবং জনসেবা ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এমডিআইএইচ/এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।