ডেমরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪
ফাইল ছবি

রাজধানীর ডেমরার একটি বাসা থেকে মোছা. রোজিনা আক্তার (২২) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, স্বামীর ওপর অভিমান করে রোজিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (৮ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মজিদ জানান, শনিবার (৭ ডিসেম্বর) রাতে তারা জানতে পারেন, ডেমরার পূর্ব ডগাইর বউবাজার এলাকার একটি বাসায় এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ডাইনিংরুমের সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। পরে রাত ১০টার দিকে তারা গিয়ে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠান তারা।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন, রোজিনার স্বামী রোমান দিনমজুরের কাজ করেন। স্বামী-স্ত্রীর কলহের জেরে রোজিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রোজিনার খালা তাসলিমা জানান, দুই বছর আগে রোমানের সঙ্গে রোজিনার বিয়ে হয়। রোজিনা ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রোজিনা অতিরিক্ত জেদি প্রকৃতির ছিলেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তিনি আরও জানান, রোজিনা চাঁদপুরের মতলব থানার নয়াকান্দি গ্রামের বাবুল মোল্লার মেয়ে। ডেমরার পূর্ব ডগাইর বউবাজার এলাকায় স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন।

কাজী আল-আমিন/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।