ঢাকার বায়ু ঝুঁকিপূর্ণ, মাস্ক পরার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪
ঢাকাসহ আশপাশের এলাকার বায়ুমান মাঝেমধ্যে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে/ ফাইল ছবি

শুষ্ক মৌসুম আসতেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রাজধানী ঢাকার বায়ু। সবশেষ নভেম্বর মাসে একদিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। এ অবস্থায় বাইরে বের হলে সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানায়, রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার বায়ুমান বর্তমানে মাঝেমধ্যে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে। এ অবস্থায় সবাইকে বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হলো। একই সঙ্গে সংবেদনশীল ব্যক্তিকে অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। জনগণকে এ তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখারও অনুরোধ জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ইটভাটা, শিল্পকারখানার মালিক ও সাধারণ মানুষকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। সেগুলো হলো-

১. কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা।
২. নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা।
৩. নির্মাণসামগ্রী ঢেকে রাখা।

৪. নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া।
৫. নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো। এবং
৬. পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করা।

আরএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।