ডেমরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রের
রাজধানীর ডেমরার সারুলিয়া মহাসড়ক এলাকায় ট্রাকের ধাক্কায় ইমরান শিকদার (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। ইমরান নারায়ণগঞ্জের কমার্স কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ইমরান কুমিল্লার মেঘনা থানার চরমাথালিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে। বর্তমানে ডেমরার সারুলিয়া এলাকার থাকতেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইমরানের ভাই নাহিদ শিকদার বলেন, ইমরান রাড়ি যাওয়ার উদ্দেশে আজ দুপুরে ডেমরা থেকে রিকশা যোগে সায়েদাবাদের দিকে যাচ্ছিল। পথে একটি দ্রুতগামী ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ইমরান গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম