রাজনৈতিক দলগুলোকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত: শারমীন এস মুরশিদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১১ জানুয়ারি ২০২৫

 

রাজনৈতিক দলগুলো যদি অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে চায় তাহলে ইতিহাস থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শনিবার (১১ জানুয়ারি) সিলেটের নাজিরের গাঁওয়ের বাদাঘাট রোড এলাকায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রাজনীতিবিদদের পারস্পরিক বিদ্বেষমূলক বক্তব্য ও দ্রুত নির্বাচন আহ্বান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা যদি জনমানুষের জন্য রাজনীতি করতে চায় তাহলে রাজনীতিবিদদের মধ্যে গণতান্ত্রিক চর্চা দৃশ্যমান করতে হবে। জনগণকে তাদের বিশ্বাস করাতে হবে তারা গণতান্ত্রিক চর্চা ভবিষ্যতে অক্ষুণ্ন রাখবেন।

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সম্পর্কে তিনি বলেন, বিত্তশালীরা এগিয়ে এসে বিভিন্ন প্রতিষ্ঠান মিলে যে একটি প্রতিষ্ঠান এভাবে গড়া যায় তা উদাহরণ যোগ্য। বাংলাদেশে কিডনি রোগী অনেক বেশি আছে। তাদের সেবায় কীভাবে আরও এগিয়ে আসা যায় সেটি ভাবা দরকার।

এএএম/এমএএইচ/


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।