সীমান্ত স্কয়ারে ১৫৯ ভরি সোনা চুরি, গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৫

রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের একটি সোনার দোকানে দিনেদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

আরও পড়ুন

তিনি বলেন, গত শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের একটি সোনার দোকানে মাত্র ৭ মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি করে নিয়ে যায় চোররা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা দায়ের করেন।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে চোরদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে শনিবার রাতে তাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে ডিবি। তাদের কাছ থেকে কিছু চোরাই স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ ঘটনায় রোববার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

টিটি/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।