বরিশালে সড়ক দুর্ঘটনা

ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু, শিশুসহ আহত সেনাসদস্যকে আনা হলো ঢাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৬ এএম, ১৮ জানুয়ারি ২০২৫

বরিশালে স্ত্রী-শিশুসন্তানসহ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন ল্যান্স কর্পোরাল মো. বুলবুল আহমেদ। এতে তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

গুরুতর আহত শিশুসন্তানসহ সেনাসদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে। 

শিশুসহ আহত সেনাসদস্যকে হেলিকপ্টারে আনা হলো সিএমএইচে

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বরিশাল সেনানিবাস থেকে স্ত্রী-সন্তানসহ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন ল্যান্স কর্পোরাল বুলবুল আহমেদ। এ সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তার স্ত্রী।

গুরুতর আহত অবস্থায় ল্যান্স কর্পোরাল বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।

দুর্ঘটনার জন্য সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে। 

টিটি/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।