নব-নিযুক্ত রাষ্ট্রদূত খোজিন

ঢাকা-মস্কো সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী রাশিয়া

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০৬ এএম, ২০ জানুয়ারি ২০২৫
বৈঠকে বাংলাদেশে নব-নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

সমর্থন, সহযোগিতা ও অংশীদারত্বের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশে রাশিয়ার নব-নিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে পৃথক বৈঠকে রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থ এবং দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত খোজিন ভারত, নেপাল ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার দায়িত্ব পালনের পর বাংলাদেশে আসার জন্য আনন্দ প্রকাশ করেন।

খোজিন বলেন, আমি বাংলাদেশে এসে খুবই অভিভূত। আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে অবদান রাখতে পারা সম্মানের বিষয়।

ঢাকায় পৌঁছানোর পরপরই রাশিয়ার অর্থায়নে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রদূত। তিনি উল্লেখ করেন, এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

খোজিন খাদ্য নিরাপত্তা, কৃষি এবং জাহাজ নির্মাণসহ সহযোগিতার অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রগুলোর ওপরও জোর দেন।

তিনি রাশিয়ায় কর্মসংস্থানের সুযোগের জন্য বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

খোজিন ২০২৪ সালের ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করার মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্ব শুরু করেন।

এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।