রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের নতুন সচিব নূরুল আমীন

ফাইল ছবি
রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের নতুন সচিব নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব খান মো. নূরুল আমীন। তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে সোমবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
গত ২২ ডিসেম্বর রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়।
অন্য আদেশে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হককে অতিরিক্ত হিসেবে সেতু বিভাগের সিনিয়র সচিবেরও দায়িত্ব দেওয়া হয়েছে।
আরএমএম/এমআইএইচএস/এএসএম