কারওয়ানবাজার থেকে সরিয়ে দেওয়া হলো অবরোধকারীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫২ এএম, ২২ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওয়ানবাজার মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার বেলা ১১টার পর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হলে পরে তারা সরে যেতে বাধ্য হন।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাঈন উদ্দীন বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আমারা চেয়েছিলাম উপদেষ্টারা এসে আমাদের দাবি শুনুক, আমাদের যাওয়ার ব্যবস্থা করুক। কিন্ত পুলিশকে বার বার বোঝানোর পরেও তারা আমাদেরকে ধাক্কা দিয়ে এক পাশে সরিয়ে দেয়।

অন্য আন্দোলনকারীরা জানান, আমাদেরকে বেশ কয়েকবার ধস্তাধস্তি করে ফুটপাতের দিকে সরিয়ে দেয়। আমরা অনেক চেষ্টা করেও মোড়ে দাঁড়াতে পারিনি। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি।

কারওয়ানবাজার থেকে সরিয়ে দেওয়া হলো অবরোধকারীদের

এসময় পুলিশের তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ওনারা সকাল ৯টা থেকে এখানে অবস্থান নিয়েছিল। আমরা আধা ঘণ্টা আগে তাদেরকে অনুরোধ করেছিলাম, তারা যেন রাস্তাটি ছেড়ে দেয়। কারণ আপনারা জানেন এখানে অনেক হাসপাতাল, ক্লিনিক আছে। তাদের যাতায়াতে অসুবিধা তৈরি হচ্ছিল। ওনারা আমাদেরকে বলেছিল, আলোচনা করে আমাদেরকে জানাবে। কিন্তু যেহেতু ওনারা আলোচনা করে সিধান্ত নিতে পারেননি, তখন আমরা তাদেরকে অনুরোধ করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি।

বুধবার সকালে ৪ দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন গত বছরের ৩১ মে কলিং ভিসায় যেতে না পারা কর্মীরা।

আরএএস/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।