মার্কিন সাহায্য স্থগিত
সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্পষ্টতা প্রত্যাশা সরকারের

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা স্থগিত সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে আরও স্পষ্টতা প্রত্যাশা করছে অন্তর্বর্তী সরকার।
প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস আজ (২৬ জানুয়ারি) এক বার্তায় বলেছে, সম্প্রতি এক নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব দেশের জন্য মার্কিন সাহায্য রিভিউ করার লক্ষ্যে ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশের কিছু গণমাধ্যম শিরোনাম শুধু বাংলাদেশ শব্দটি ব্যবহার করে প্রতিবেদন প্রকাশ করেছে, যা পাঠকদের বিভ্রান্ত করতে পারে।
এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে গণমাধ্যমসমূহের কাছে আরও স্পষ্টতা প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার।
এমইউ/এমএইচআর/জেআইএম