ডিম ছাড়া যেন চলেই না!
বিশ্ব ডিম দিবস শুক্রবার। ২১ বছর ধরে দিবসটি বিশ্বের ৬০টি দেশে পালিত হচ্ছে। শহর কিংবা গ্রামে আমাদের অনেকেরই এখন আর ডিম ছাড়া একটি দিনও যেন চলে না।
-
রাজধানীর ফুটপাথে কিংবা অভিজাত বিপণী বিতানে সব সময় ডিম পাওয়া যায়। ডিম সব শ্রেণির মানুষের কাছেই প্রিয় খাবার। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিকেল নেমে এলে রাজধানীসহ দেশের সব শহরেই সিদ্ধ ডিম বিক্রির মেলা বসে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
একটি মুদি দোকানে সাজানো রয়েছে ডিম। সব ধরনের ক্রেতার কাছেই ডিমের চাহিদা রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ডিম দিয়ে কেক বানানো হচ্ছে। এই কেক ঢাকা শহরের একটি জনপ্রিয় খাবার। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ভ্যান গাড়িতে করে সিদ্ধ ডিম বিক্রির প্রস্তুতি চলছে। ডিম প্রোটিনসমৃদ্ধ একটি খাবার। ছোট-বড় সবারই পছন্দ ডিম। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
দেশের বিভিন্ন শহরে অনেক মানুষ সিদ্ধ ডিম বিক্রি করে জীবীকা নির্বাহ করেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সহজলভ্য পুষ্টির উৎস হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাস্তায় কিংবা দুপুর-রাতের খাবারে ডিমের একটি মেন্যু ঘুরেফিরে চলে আসে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ডিম কিনছেন এক নারী। দেশের মধ্য ও নিন্ম আয়ের মানুষ ডিম দিয়ে আমিষের চাহিদা পূরণ করেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ডিমে আছে ভিটামিন ‘ই’। এটি কোষ ও ত্বকে উৎপন্ন ফ্রি র্যাডিক্যাল নষ্ট করে দেয় এবং স্কিন ক্যান্সার প্রতিরোধ করে। ছবি : বিপ্লব দিক্ষিৎ