করোনা হলে তো সরকার স্বীকারই করবে না : মান্না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০৬ মার্চ ২০২০

করোনাভাইরাসে সতর্কতার প্রতি গুরুত্বারোপ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সরকার অস্বীকার করছে, দেশে কোনো সমস্যা নেই বলে। কিন্তু, গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, বাংলাদেশে করোনাভাইরাসের আশঙ্কা প্রচুর। ইরান পর্যন্ত আসছে, তারপর পাকিস্তান, ভারত।’

তিনি ‘বাংলাদেশে এমন একটা সরকার, এরা তো ডেঙ্গুই থামাতে পারে না। করোনা যদি হয়, স্বীকারই তো করবে না। অনেকে বলছেন, কোন মন্ত্রীর নাকি... জানি না, সত্যি-মিথ্যা। এতএব নিজেরা সুস্থ থাকেন। ঠিকমতো হাত ধোন, লেবুর পানি বেশি করে খান। গরম পানি ব্যবহার করেন।’

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বাধীনতা ফোরাম আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, `যদি করোনাভাইরাস জেলের মধ্যে ঢুকে, বেগম জিয়া অবশ্য জেলে নাই এখন। যদি তিনি জেলে থাকতেন, এ সরকার বলত- ভালোই হয়েছে, তাড়াতাড়ি শেষ হয়েছে। কিন্তু, যদি হসপিটালে যায়?’

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলন করতে হবে। সে আন্দোলন আবেগ আর গরম গরম বক্তৃতা দিয়ে না। খুব ঠান্ডা মাথায়, ভেবে-চিন্তে, কৌশলে, বুদ্ধি খাটিয়ে রাজপথে নামেন, তার বিকল্প নেই। আর যদি নামতে পারেন, তাহলে দেখবেন তাদের পালাবার পথ বন্ধ হয়ে গেছে।’

মান্না আফসোস করে বলেন, ‘আমি সেদিন দেখলাম হাটহাজারীতে সভা করে বলল, মোদি যদি আসে তাহলে সব বিমানবন্দর বন্ধ করে দেব। বিএনপির কোনো নেতা যদি বলতেন, বেগম জিয়া যদি ৪৮ ঘণ্টার মধ্যে বের না হয়, পুরো দেশ বন্ধ করে দেব।’

তিনি বলেন, ‘অনেকে বলতে পারেন, একবার তো হুংকার দেয় পরে আবার তো সরকারের পা-ও ধরে। আমরা যে কে কখন কী করি, দিনের বেলা, রাত্রের বেলায়, সব তো জানি না। কিন্তু আমরা একবার যদি দাঁড়িয়ে বলতে পারতাম!’

‘অবশ্যই আন্দোলন করেই বেগম জিয়ার মুক্তি, ন্যায়বিচার, নাগরিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যভাবে পারবেন না’,- জোর দিয়ে বলেন মান্না।

সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।

কেএইচ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।