করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশে বিপরীত চিত্র : টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে সারা বিশ্বে। তারা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করেছে। অথচ বাংলাদেশে আমরা তার বিপরীত চিত্র দেখতে পাচ্ছি।
রোববার ঢাকা-১০ আসনের উপনির্বাচন উপলক্ষে হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং সেন্টারের সামনে থেকে শুরু করে ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শুরুর আগে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি, স্কুল-কলেজ বন্ধ করেনি। এই অবস্থায় ইতালি প্রবাসীদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে গেছে। সেখানে পানির কোনো ব্যবস্থা নেই, শোয়ার ব্যবস্থা নেই, এজন্য তারা বিদ্রোহ করেছে। সরকার করোনার মতোন একটি মহামারি উপেক্ষা করে জোর করে দেশ শাসন করছে। এই অবস্থায় আমরা নির্বাচন করছি।
টুকু বলেন, ‘বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছে। তিনি অত্যন্ত অসুস্থ, প্রায় মৃত্যুশয্যায়। জালিম সরকার তাকে মুক্তি দিচ্ছে না।’
এসময় বিএনপির যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিক হেলেন জেরিন খান, নির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা হাবিব, তাবিথ আউয়াল, ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুল হায়দার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সৈকত, নিউমার্কেট থানার সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ধানের শীষের শোভাযাত্রায় অংশ নেন।
কেএইচ/এমএফ/এমকেএইচ