করোনা : জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি জেএসডির

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৯ মার্চ ২০২০

করোনাভাইবাসের কারণে দেশে জরুরি অবস্থা জারির ঘোষণা দিতে দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

করোনা সংক্রমণরোধে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সরকারকে জরুরি অবস্থা জারির মাধ্যমে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করে জনগণকে নিরাপদে রাখার সম্ভাব্য সব উপায় কাজে লাগানোর আহ্বান জানিয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার এ বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভয়ঙ্কর এক আঁধার সারা পৃথিবীকে গ্রাস করতে যাচ্ছে। করোনাভাইরাসের অদৃশ্য শক্তির সঙ্গে বিশ্বের অনেক দেশ যুদ্ধ ষোষণা করেছে। বাংলাদেশ এত ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্বেও এখনও কোনো কার্যকর প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়নি। এমনকি সংক্রমণ রোধে যথেষ্ট সচেতনতা সৃষ্টি করা হয়নি। করোনাভাইরাসে সৃষ্ট বিরল কোভিড়-১৯ রোগের মহামারি নিয়ে বিশ্বের উন্নত দেশের সরকার যখন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানাচ্ছে, তখন আমাদের দেশ আতশবাজি আর আলোসজ্জা করা হয়েছে।’

করোনাভাইরাসের ভয়াবহতা মোকাবিলায় সংবিধানের ১৪১ (ক) অনুসারে জরুরি অবস্থা জারির মাধ্যমে জাতীয় দুর্যোগ ষোষণা করে রেস্তোরাঁ, বার, সিনেমা হল, নাট্যশালা, জাদুঘর, ক্লাব অনির্দিষ্টকালের জন্য বন্ধ ষোষণা করার দাবি জানায় দলটি।

এছাড়া সকল ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা, আতশবাজি, আলোকসজ্জাসহ সকল ধরনের অপ্রয়োজনীয় ব্যয় না করা, গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা ও নির্দেশনা জারি করা, চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা ও আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা গ্রহণ করতে বলা হয়েছে।

এইচএস/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।