করোনা মোকাবিলায় সরকারের পদক্ষেপ সময়োচিত : জাসদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৩ মার্চ ২০২০

করোনা সঙ্কট মোকাবিলায় সরকার ঘোষিত ১০টি পদক্ষেপকে সময়োচিত বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।

সোমবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এ কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সরকারের ১০টি সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে এ বৈশ্বিক সঙ্কট হতে দেশের জণগণকে রক্ষা করা সম্ভব হবে। তারা জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত-পারিবারিক-সামাজিক সুরক্ষা ও দূরত্ব বজায় নীতি মেনে চলার আহ্বান জানান।

এইউএ/এমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।