স্বল্প আয়ের মানুষদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর আহ্বান ন্যাপের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ২৯ মার্চ ২০২০

দেশে মহামারি করোনার প্রাদুর্ভাব রোধ করতে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। মানুষ গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। আর এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করছে। অন্য দিকে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ এ সময় কর্মহীন হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের দিন কাটানো কঠিন হয়ে পড়ছে। এই স্বল্প আয়ের মানুষদের জন্য দ্রুত রেশনিং ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

রোববার (২৯ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান।

তারা বলেন, করোনাভাইরাসের আক্রমণে বাংলাদেশসহ গোটা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। দেশের মানুষ যখন করোনাভাইরাসের কবল থেকে জীবন বাঁচাতে পরিবার-পরিজন নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন, তখন এদেশেরই কিছু সুযোগ সন্ধানী অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে এ ধরনের আচরণ অত্যন্ত বেদনাদায়ক ও নিচু মানসিকতার পরিচয় বহন করে।

নেতৃদ্বয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক খুবই দ্রুত দেশের স্বল্প আয়ের শ্রমজীবী মানুষদের রেশনিং ব্যবস্থা করাসহ সর্বত্র ব্যাপক মোবাইল কোর্ট পরিচালনা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত পণ্য ক্রয়কারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।

তারা বলেন, দেশের এই বিরাজমান পরিস্থিতিতে ওই মানুষরূপী বিবেকহীন দানবগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

কেএইচ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।