করোনা মোকাবিলায় সামাজিক সংঘবদ্ধতা জরুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ৩১ মার্চ ২০২০

দেশে করোনা মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব বজায়ের পাশাপাশি সামাজিক সংঘবদ্ধতা সক্রিয় করা জরুরি বলে মনে করেন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।

দেশে করোনা মহামারি পরিস্থিতিতে করণীয় বিষয়ে মঙ্গলবার গণমাধ্যমে দেয়া যুক্ত বিবৃতিতে তারা এ কথা বলেন।

নেতারা বলেন, গত ডিসেম্বরে চীনে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের রোগটি দুইমাস পর বাংলাদেশে হানা দিয়েছে। এ পর্যন্ত সীমিত সংখ্যক রোগী শনাক্ত হলেও কিছুদিনের মধ্যে অন্যান্য দেশের মত এখানেও ব্যাপক সংখ্যায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রোগতত্ত্ববিদরা সে রকমই আভাস দিচ্ছেন।

নেতারা বলেন, সে ধরনের পরিস্থিতিতে রোগটি ছড়িয়ে পড়া ও মহামারি ঠেকাতে বিলম্বিত করতে শারীরিক দূরত্ব বজায় রাখায় হচ্ছে প্রধান কৌশল। কিন্তু সেটি নিশ্চিত করতে হলে পারিবারিক ও সামাজিক সংঘবদ্ধতা আরও সুদৃঢ় ও সংহত করা জরুরি। এজন্যে সরকার ও সমাজের স্বচ্ছল গোষ্ঠীকে এগিয়ে আসতে হবে।

বিবৃতিতে নেতারা বলেন, আমরা সরকারকে সব রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-শ্রমজীবী শক্তিসমূহকে সংঘবদ্ধ করার উদ্যোগ নেবার আহ্বান জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলাদেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করি।

এইউএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।