৫০০ কর্মহীনের মাঝে খাবার বিতরণ করেছেন আ.লীগ নেতা
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের পক্ষে থেকে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে।
মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেককে ৫ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি আলু, সাবান ও মাস্ক দেয়া হয়।
আব্দুর রহমান বলেন, ‘করোনাভাইরাস বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। একমাত্র বাংলাদেশে শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সেই মহামারির হাত থেকে রক্ষা পেয়েছে। আমাদের কাউকে আতঙ্কিত হওয়ার দরকার নেই। দেশে খাদ্য মজুদ আছে। আমাদের এখন যেটা করতে হবে, তা হলো নিয়ম মানতে হবে, ঘরে থাকতে হবে। নিজেকে এই সংক্রমণ তেকে রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে পরিবার, পাড়া-প্রতিবেশীকে। সুতরাং আমাদের সবাইকে ঘরে থাকা নিশ্চিত করতে হবে এই দুর্যোগ মোকাবিলা করতে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য রইচ উদ্দিন ফকির, গাজনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা ইফতেখার আযম নিলু, গাজনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কামাল, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টু মোল্লা, নারী নেত্রী তামান্না প্রমুখ। এ সময় ৫০০ জন কর্মহীন অসহায় মানুষকে খাদ্য-সামগ্রী দেয়া হয়।
এইউএ/এফআর/এমকেএইচ