করোনার ক্রান্তিকালে অসহায় ও গরিব মানুষের পাশে এক অ্যাডভোকেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে অসহায় ও গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এক আইনজীবী।

বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও গরিব মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। এসব খাদ্যসামগ্রীর মাঝে রয়েছে- চাল, ডাল, আলু ও পেঁয়াজ।

শনিবার (৪ এপ্রিল) তিনি এ কার্যক্রম শুরু করেন। রোববারও তিনি বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করছেন। তার পক্ষে এই কার্যক্রম পরিচালনা করছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে তিনি গত সপ্তাহের মঙ্গল ও বুধবার একই এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে বয়স্কদের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন।

এ বিষয় অ্যাডভোকেট এম হেলাল উদ্দীন রোববার (৫ এপ্রিল) জাগো নিউজকে বলেন, ‘দেশে করোনাভাইরাসকে কেন্দ্র করে নিজস্ব তহবিল থেকে এসব অসহায়-গরিব মানুষের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এসব ত্রাণ বিতরণকালে আমরা সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখছি।’

তিনি বলেন, ‘কর্মহীন এসব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের চাল, ডাল, পেঁয়াজ ও আলু দেয়া হচ্ছে। এখানে বেশকিছু হিন্দু পরিবারও রয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

জেএ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।