জন্মদিনে হাজার পরিবারকে খাবার দিলেন ইশরাক

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ০৫ এপ্রিল ২০২০

প্রকৌশলী ইশরাক হোসেন, যিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির হয়ে লড়ে হেরে যান। আজ (৫ এপ্রিল) তার জন্মদিন। ১৯৮৭ সালের এ দিন পুরান ঢাকার গোপীবাগে জন্মগ্রহণ করেন তিনি।

ishraq-1.jpg

এ উপলক্ষে আজ তার পক্ষ থেকে রাজধানীর এক হাজার দুস্থ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বিকেলে গোপীবাগ এলাকায় এই খাবার বিতরণ করা হয়।

এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশের এই ভয়াবহ পরিস্থিতে দেশবাসী এবং নিজের জন্য দোয়া প্রার্থনা করেছেন ৩৪ বছরে পা রাখা ইশরাক হোসেন। সেইসঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান তার।

ishraq-1.jpg

ইশরাক হোসেনের বাবা সাদেক হোসেন খোকা ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সর্বশেষ মেয়র। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সভাপতি ছিলেন এবং অবিভক্ত ঢাকার শহর বিএনপির সভাপতি ছিলেন দীর্ঘদিন।

কেএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।