ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে আ.লীগের বন ও পরিবেশ উপকমিটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৭ এপ্রিল ২০২০

করোনাভাইরাস পরিস্থিতির কারণে কর্মহীন অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিতদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি।

সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সুবিধাবঞ্চিত এবং করোনা পরিস্থিতির কারণে যারা সমস্যায় পড়েছেন তাদের বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, আমাদের উপকমিটির পক্ষ থেকে মানুষের বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দিচ্ছে। মঙ্গলবার আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্কাটন, পরিবাগ ও সেগুনবাগিচা এলাকায় ত্রাণ দিচ্ছি। এক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় এলাকার কমিশনার আসাদুজ্জামানসহ পরিচিতদের নিয়ে তালিকা করেছি। তাদের মাধ্যমে ভ্যানে করে খাবার পাঠিয়ে দিচ্ছি। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও বিতরণ করা হবে।

aw2

তিনি বলেন, যে মহল্লায় যারা নেতৃস্থানীয় আছেন, তারা যেন বাসায় বাসায় খাবার পৌঁছে দিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। এখানে যারাই সমস্যায় আছেন তাদেও বাড়ি বাড়িতে খাবার পৌঁছে যাবে।

দেলোয়ার হোসেন বলেন, করোনাভাইরাসের কারণে মানুষ কষ্টে আছে, তাই আমরা চেষ্টা করতেছি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।

এইউএ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।