প্রধানমন্ত্রীকে জিএম কাদেরের চিঠি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৯ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ সব কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চায় জাতীয় পার্টি। দেশের এ দুর্যোগ মোকাবিলায় জাতীয় পার্টির প্রস্তুতি ও আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বুধবার (৮ এপ্রলি) জাতীয় পার্টি চেয়ারম্যান স্বাক্ষরিত একটি চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

চিঠিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, এই দুর্যোগময় মুহূর্তে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে জনগণের পাশে আছে। জনগণের কল্যাণে যেকোনো কাজ করতে প্রস্তুত আছে জাতীয় পার্টি। কারোনা মোকাবিলায় সরকারের নেয়া যেকোনো কাজে জাতীয় পার্টি অংশগ্রহণে আগ্রহী।

তিনি বলেন, জাতীয় পার্টি ইতোমধ্যে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় এবং বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করেছে। কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারকে সহায়তা করতে পারবে জাতীয় পার্টি নেতারা।

জিএম কাদের চিঠিতে বলেন, বর্তমান সংকট মোকাবিলায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ যেকোনো কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সরকারকে সহায়তা করতে প্রস্তুত জাতীয় পার্টি।

এইউএ/এমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।