বরিশালে তিন চাকার অ্যাম্বুলেন্স নামালো বাসদ, সেবা ফ্রি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে এই সংকটময় পরিস্থিতিতে জনজীবনের দুর্ভোগ লাঘব করতে বরিশাল নগরীতে চালু হলো ১০টি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। এসব অ্যাম্বুলেন্সে দিন-রাত ২৪ ঘণ্টায় নগরীর যে কোনো এলাকায় সেবা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার নগরীর অশ্বিনীকুমার হলের সামনে ‘বাসদের ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস’ এর উদ্বোধন করা হয়। শুক্রবার বাসদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
উদ্বোধনের সময় বরিশাল জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, আমরা ফেব্রুয়ারির শুরু থেকেই বিভিন্নভাবে মানুষকে সচেতন করে আসছি। ইতোমধ্যে আমরা প্রায় ১০ হাজার হ্যান্ডওয়াশ ও ব্লিচিং লিকুইড বিতরণ করেছি। ‘এক মুঠো চাল’ খাদ্য কর্মসূচির আওতায় ২,৬০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি, যা এখনো চলমান। আমরা প্রতিদিনই চিকিৎসা সহায়তা হেল্পলাইনের মাধ্যমে অনেক রোগীর চিকিৎসা পরামর্শ ও ওষুধ দিয়ে আসছি। বর্তমান সময়ে গণপরিবহন বন্ধ থাকায় রোগীদের হাসপাতালে নিতে অনেক দুর্ভোগে পড়তে হচ্ছে। তাই বাসদের পক্ষ থেকে এই দুর্যোগে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে।
বাসদের জেলা সদস্যসচিব মণীষা চক্রবর্তী বলেন, শুধু অ্যাম্বুলেন্স নয়, রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে আমাদের প্রায় ২০ জনের একটি ভলান্টিয়ার টিম কাজ করছে। বেশ কিছুদিন থেকে আমরা এই ভলান্টিয়ার টিমকে প্রশিক্ষিত করেছি। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের (শেবাচিম) সাবেক অধ্যাপক ডা. এইন এন সরকারও ড্রাইভার ও স্বেচ্ছাসেবকদের ট্রেনিং করিয়েছেন। আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যাটারিচালিত অটোগুলোকে অ্যাম্বুলেন্স পরিণত করেছি।
তিনি আরও বলেন, আমরা মনে করি, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এই সংকটময় সময়ে সবটুকু দিয়েই মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা বাসদের পক্ষ থেকে সেই চেষ্টাই করে যাচ্ছি। জনগণ আমাদের সহযোগিতা করছে। আমরা সবার প্রতিই কৃতজ্ঞ। আজ এই সংকটময় সময়ে সবাই ঐক্যবদ্ধভাবেই মানুষের পাশে দাঁড়ানো দরকার।
ফ্রি সার্ভিসের এই অ্যাম্বুলেন্সগুলো রাস্তায় বের হলে মানুষের নজর কাড়ে এবং বাসদের এই উদ্যোগের প্রশংসা করেন অনেকে। উল্লেখ্য ‘বাসদের ফ্রি অ্যাম্বুলেন্স’ সেবা পেতে যোগাযোগের নম্বর ০১৫৭২ ৩১৪০৮৫।
এফএইচএস/জেডএ/পিআর