করোনা দুর্যোগে নিয়োজিত চিকিৎসকরা ‘জাতীয় বীর’ মর্যাদা প্রাপ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১০ পিএম, ১৪ এপ্রিল ২০২০

করোনা দুর্যোগে নিয়োজিত চিকিৎসকরা ‘জাতীয় বীর’ মর্যাদা প্রাপ্য বলে জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনার দুর্যোগে চিকিৎসকদের অবদান এবং আরও কার্যকর অংশগ্রহণ নিয়ে দলের সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার বিবৃতিতে বিষয়টি কথা তুলে ধরেন।

বিবৃতিতে নেতারা বলেন, করোনা যুদ্ধের সম্মুখ ভাগে আছেন চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্ট সব পেশার মানুষ। দুর্যোগকালীন এ মুহূর্তে তাদের মনোবল সমুন্নত রাখতে হবে। মুষ্টিমেয় কয়েকজন চিকিৎসকের ভুল বা অন্যায়ের জন্য পুরো চিকিৎসক সম্প্রদায়কে দায়ী করে তাদেরকে হতাশার গভির খাদে ফেলে দেয়া যাবে না। কারও কারও শাস্তি বা বরখাস্তের খড়গ জাতীয়ভাবে প্রচার করা এই সম্মুখ যোদ্ধাদের মনোবল ভেঙে দেয়ার সামিল। একইভাবে বিদেশ থেকে চিকিৎসক আনার মতো কাল্পনিক আর হাস্যকর উদ্যোগের হুমকি দিয়ে তাদেরকে হতাশ আর সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়াটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। এটা কোনোভাবেই কাম্য নয়।

আমরা আহ্বান জানাই জাতীয় জীবনের এই ক্রান্তিলগ্নে চিকিৎসক ও অন্যসব পেশার কর্মী যারা নিজেদের জীবন বিপন্ন করেও এ সঙ্কটে অকুতোভয় যোদ্ধার মত লড়ে যাচ্ছেন। জাতীয় বীরের মর্যাদা দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করি। করোনা ভাইরাস সৃষ্ট মহামারির কারণে দেশ আর জাতি এক অকল্পনীয় দুর্যোগের সম্মুখীন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের একক প্রয়াস কখনই ফলপ্রসূ হবে না। এর জন্য প্রয়োজন সমাজের সকল শ্রেণি, পেশা আর কর্মে নিয়োজিতদের সমন্বিত অংশগ্রহণ। এ উদ্যোগ নেয়ার দায়িত্ব একান্তভাবে সরকারের।

এইউএ/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।