খালেদার বাসভবন ‘ফিরোজায়’ জীবাণুনাশক স্প্রে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৪ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ থেকে রাজধানীতে জীবাণুনাশক স্প্রে করার উদ্যোগ নিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা এবং যেখানে মশার উপদ্রব বেশি সেসব এলাকায় জীবাণুনাশক তরল ওষুধ স্প্রে করছে জেডআরএফ’র কৃষিবিদ গ্রুপ।

khaleda-3.jpg

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ এপ্রিল) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় জীবাণুনাশক তরল ওষুধ স্প্রে করা হয়েছে।

এছাড়া গত ৮ এপ্রিল রাজধানীর মহাখালীর ৭ তলা বস্তিতে দ্বিতীয় দফা জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

khaleda-3.jpg

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে জীবাণুনাশক স্প্রে করার সময় উপস্থিত ছিলেন- জেডআরএফ’র সদস্য কৃষিবিদ সানোয়ার আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম। স্প্রে ম্যান খালেদা জিয়ার বাসভবনের ভেতরে এবং বাইরে ভালোভাবে জীবাণুনাশক ওষুধ স্প্রে করেন।

কেএইচ/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।