ডা. মঈনের মৃত্যুতে জাসদের গভীর শোক
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বুধবার (১৫ এপ্রিল) এক শোকবার্তায় তারা এ কথা বলেন।
শোকবার্তায় তারা বলেন, করোনার বিরুদ্ধে যুদ্ধের প্রথম কাতারের যোদ্ধা ছিলেন ডা. মঈন উদ্দিন। বার্তায় তারা ডা. মঈন উদ্দিনকে একজন মানবতাবাদী সাহসী চিকিৎসক ও করোনার বিরুদ্ধে যুদ্ধে একজন নিবেদিত বীর যোদ্ধা হিসাবে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা ইতিপূর্বে নারায়ণগঞ্জে করোনার বিরুদ্ধে প্রথম কাতারের যোদ্ধা করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বাস্থ্যকর্মী সেলিম আকন্দের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
তারা করোনার বিরুদ্ধে যুদ্ধে মারা যাওয়া এ দুই বীর যোদ্ধার প্রতি জাতীয় সম্মান দিয়ে তাদের পরিবারের সব দায়িত্বগ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সঙ্গে করোনার বিরুদ্ধে যুদ্ধে সামনের কাতারের যোদ্ধা ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত, প্রণোদনা, ঝুঁকি বীমা, এককালীন সম্মানী ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানান।
এফএইচএস/এএইচ/এমএস