জেলেদের নিয়ে সরকারের নীতি বৈষম্যমূলক : মৎস্যজীবী দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২১ এপ্রিল ২০২০

সরকার জেলেদের নিয়ে বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

মঙ্গলবার সংগঠনটির সদস্য সচিব আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

বিবৃতিতে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আব্দুর রহিম বলেন, নিবন্ধিত জেলেদের জন্য শর্তযুক্ত যে বরাদ্দ দিয়েছেন তা অবিলম্বে পরিবর্তন করে, দেশের সব জেলের জন্য উন্নুক্ত করুন। করোনা মহামারি বৈশ্বিক বিপর্যয়ের মাঝে সরকারের নির্দেশে ঘরমুখী জেলেরা পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে অমানবিক জীবনযাপন করছেন। এমতাবস্থায় শুধু নিবন্ধিত জেলেদের বরাদ্দ দিয়ে যে বৈষম্যমূলক নীতি গ্রহণ করেছেন তা মানবিক কারণে পরিবর্তন করে দেশের সব জেলের জন্য উন্মুক্ত করতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ টনে উন্নীত করার দাবি জানাচ্ছি ।

কেএইচ/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।