বেপরোয়া বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান
বেপরোয়া বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শুক্রবার কেন্দ্রীয় সদস্যদের অনলাইন পর্যালোচনা বৈঠক শেষে গৃহীত প্রস্তাবে সরকারের প্রতি এ আহ্বান জানানো হয়।
প্রস্তাবে বলা হয়, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও মজুত থাকার পরও অসৎ সিন্ডিকেটের হোতারা স্বেচ্ছাচারী পন্থায় প্রায় প্রতিটি ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রেখেছে।
প্রস্তাবে আরও বলা হয়, রোজার আগে অতি মুনাফালোভী এই সিন্ডিকেটসমূহের কারণে স্বল্প আয়ের সাধারণ মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পেয়েছে। বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করে দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার দাবি জানানো হয়েছে।
প্রস্তাবে টিসিবি চালু করার পাশাপাশি শ্রমজীবী-মেহনতি-দিনমজুরসহ করোনা পরিস্থিতিতে নাজেহাল দেড় কোটি পরিবারের কাছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও নগদ টাকা পৌঁছানোর দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।
সভায় গৃহীত অরেক প্রস্তাবে সরকার দলীয়দের মাধ্যমে খাদ্য ও ত্রাণ বিতরণের তৎপরতা পুরোপুরি বন্ধ করে সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে বিতরণের দাবি জানানো হয়। প্রস্তাবে করোনা সংক্রমণের উপযুক্ত পরীক্ষা, চিকিৎসা এবং খাদ্য, ত্রাণ ও নগদ অর্থ বিতরণে চুরি, দুর্নীতি, দলীয়করণ ও স্বজনপ্রীতি রোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ‘গণতদারকি কমিটি’ গঠনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রস্তাবে সরকারি উদ্যোগে হাওর অঞ্চলসহ দেশব্যাপী প্রান্তিক কৃষকদের বোরো ধান কেটে দিতে সরকারি বাহিনীসমূহকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়। একই সঙ্গে কৃষকদের ধান কাটায় সহযোগিতা করতে ছাত্র-তরুণদের প্রতিও অনুরোধ জানানো হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনলাইন মিটিংয়ে অংশ নেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, শাহাদাৎ হোসেন খোকন, সজিব সরকার রতন, মাহমুদ হোসেন, সরদার রইস উদ্দীন, খলিলুর রহমান, স্নিগ্ধা সুলতানা ইভা, নির্মল বড়ুয়া মিলন প্রমুখ। সভায় গৃহীত প্রস্তাবে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ড. সা’দত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এফএইচএস/এমএফ/পিআর