গণস্বাস্থ্যের কিট নিয়ে টালবাহানা বন্ধের দাবি সিপিবির
করোনাভাইরাস পরীক্ষায় গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট পরীক্ষার জন্য সরকারের পক্ষ থেকে গ্রহণ না করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ কিট নিয়ে টালবাহানা বন্ধের দাবি জানিয়েছে দলটি।
সোমবার (২৭ এপ্রিল) অনলাইনে অনুষ্ঠিত ‘কোভিড-১৯ রেসপন্স টিম’র এক সভায় এ দাবি জানানো হয়।
সিপিবির নেতৃবৃন্দ বলেন, বর্তমান মহাসংকটকালে গবেষণার ক্ষেত্রে সরকারিভাবে যেখানে উল্লেখযোগ্য কিছুই হচ্ছে না, সেখানে গণস্বাস্থ্যের কিট আটকে দেয়ার বিষয়টি ‘ভাত দেয়ার মুরোদ নেই, কিল মারার গোসাই’ বলেই বিবেচিত হবে। এই ঘটনা দেশীয় গবেষকদের গবেষণাকাজে নিরুৎসাহিত করবে।
সভায় নেতৃবৃন্দ আরও বলেন, করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র যে গবেষণা চালিয়েছে, তা দেশবাসীর কাছে ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সরকারকেই উদ্যোগী হয়ে অতিদ্রুত সময়ের মধ্যে এই কিটের কার্যকারিতা যথাযথভাবে পরীক্ষা করে কিট উন্মুক্ত করার ব্যবস্থা করা উচিত ছিল। কিন্তু তা না করে উল্টো আইনের মারপ্যাঁচ দেখিয়ে পরীক্ষার জন্য কিট গ্রহণই করা হচ্ছে না। এমনকি কেউ কেউ পরীক্ষার আগেই এই কিটের কার্যকরিতা সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টির চেষ্টা করছেন। গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট কতটা কার্যকর কিংবা আদৌ কার্যকর কি না, তা পরীক্ষার মাধ্যমেই নিশ্চিত হতে হবে।
এজন্য উদার ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারকে এ বিষয়ে দ্রুতই উদ্যোগ গ্রহণের আহ্বান জানায় দলটি।
এফএইচএস/এফআর/এমএস