সাংবাদিকদের পিপিই দেবে বিএনপি
সাংবাদিকদের মাঝে করোনাভাইরাস সংক্রমণের সুরক্ষা পোশাক (পিপিই) বিতরণ করবে বিএনপি। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছন।
তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি বিটের সাংবাদিক ভাইবোনদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে করোনাভাইরাস সংক্রমণের সুরক্ষা পোশাক (পিপিই) বিতরণ করা হবে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব বিতরণ করবেন। এ সময় সঙ্গে থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কেএইচ/এফআর/এমকেএইচ