ঢাকায় দক্ষিণ যুবলীগের ত্রাণ তৎপরতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০১ পিএম, ০৬ মে ২০২০

করোনা সংকটে সারাদেশে ত্রাণ তৎপরতার অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণেও ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে যুবলীগ।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করে যুবলীগের কেন্দ্রীয় নেতারা।

সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিলের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের ৭২টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাধ্যমে অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মাইনুল হোসেন খাঁন নিখিল নিজে উপস্থিত থেকে ত্রাণ ও সুরক্ষাসামগ্রী নেতাকর্মীদের হাতে তুলে দেন।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে বিভিন্ন ওয়ার্ডে আট হাজার পরিবারকে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। খাদ্যসামগ্রীর প্রতি ব্যাগে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, বিস্কুট রয়েছে।

jubo2

এ সম্পর্কে মাইনুল হোসেন খাঁন নিখিল বলেন, করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা ঢাকাসহ সারাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশে আমাদের সাংগঠনিক কমিটির নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আমরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছি। আমাদের দেয়া অ্যাম্বুলেন্সকর্মীসহ বেসরকারি অ্যাম্বুলেন্সকর্মীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, মাস্ক সরবরাহ করেছি। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের নেতাকর্মীরা সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াচ্ছেন।

ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন খসরু, এন আই আহমেদ সৈকত, শামীম আল সাইফুল সোহাগ, মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্তসাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, উপ দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ্জামান প্রমুখ।

এইউএ/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।