নিম্ন আয়ের মানুষের মাঝে মৎস্যজীবী লীগের খাবার বিতরণ

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী মৎসবীজী লীগ।
শুক্রবার (৮ মে) জুমার নামাজ শেষে নগরীর কুড়িল বিশ্বরোড এলাকায় ৬০০ মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- চাল, আলু, মসুর ডাল, তেল ও পেঁয়াজ।
এ সময় আওয়ামী মৎসবীজী লীগের সভাপতি সাইয়্যেদুর রহমান সাইদ বলেন, করোনাভাইরাসের প্রভাবে সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুরেরা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা আপনাদের পাশে আছি। আপনারা হতাশ হবেন না।
আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি সমাজের বিত্তশালীদের আহ্বান জানাব তারাও যেন অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। আগামী দিনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করছি।
তিনি বলেন, আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, পরবর্তী সময়ে আপনাদের যা প্রয়োজন স্থানীয় জনপ্রতিনিধি এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করবেন। তিনি আপনাদের সমস্যা সমাধান করবেন। তারপরও রাস্তায় দাঁড়াবেন না। হতাশ হবেন না। প্রধানমন্ত্রী নির্দেশে নেতাকর্মীরা পাশে আছেন, যতদিন এই মহামারি আছে আপনারা সহযোগিতা পাবেন।
আজগর নস্কর বলেন, প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন। একান্ত প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।
এ সময় উপস্থিত ছিলেন- ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি হাজী ইসমাইল মিয়া, ওয়ার্ড সভাপতি হাজী ওমর আলী, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও বাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এইউএ/এফআর/পিআর