বিএনপির বিভাগীয় করোনা সেলের সমন্বয়ের দায়িত্বে কেন্দ্রীয় নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ১৫ মে ২০২০

বিএনপির বিভাগীয় করোনাভাইরাস পর্যবেক্ষণ সেলের সঙ্গে সমন্বয়ের জন্য কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। শুক্রবার (১৫ মে) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটি অনুমোদিত করোনা পর্যবেক্ষণ সেলের সার্বিক কার্যক্রম আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষণ সেলের সদস্যদের মধ্যে থেকে প্রতিটি বিভাগীয় সেলের কমিটির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করার জন্য কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর স্বাক্ষরিত চিঠি দায়িত্ব প্রাপ্তদের কাছে পাঠানো হয়েছে।’

বিভাগভিত্তিক দায়িত্বপ্রাপ্তরা হলেন-

ঢাকা বিভাগ- সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বিএনপি কেন্দ্রীয় কমিটি।

চট্টগ্রাম বিভাগ- শফিউল বারী বাবু, সভাপতি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।

খুলনা বিভাগ- ডাক্তার হারুন অর রশিদ, সভাপতি ড্যাব কেন্দ্রীয় কমিটি।

রাজশাহী বিভাগ- সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি।

বরিশাল বিভাগ- ডা. রফিকুল ইসলাম সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি।

সিলেট বিভাগ- আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি।

ময়মনসিংহ বিভাগ- সাইফুল আলম নিরব, সভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটি

কুমিল্লা বিভাগ- ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ড্যাব কেন্দ্রীয় কমিটি।

রংপুর বিভাগ- ফজলুর রহমান খোকন, সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।

ফরিদপুর বিভাগ- ইকবাল হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় কমিটি।

কেএইচ/এফআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।