ফেব্রুয়ারির বিদ্যুৎ বিল ২৭৫৮ টাকা, মার্চে ৫২ হাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২১ মে ২০২০

ঢাকার বিদ্যুৎ বিতরণ সংস্থা ডিপিডিসির বিরুদ্ধে ভুতুড়ে বিল তৈরির অভিযোগ করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

তিনি বলেন, এই করোনা সংকটে মানুষ যখন বিপন্ন ঠিক সেই মুহূর্তে ঢাকার বিদ্যুৎ বিতরণ সংস্থা থেকে একটি ভুতুড়ে বিল পেয়েছি।

সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে আমার বাড়ির বিদ্যুৎ বিল এসেছে (মিটার নম্বর ০০০০৬৭১) ২ হাজার ৭৫৮ টাকা। কিন্তু সেটা ভৌতিকভাবে মার্চে এসেছে ৫২ হাজার টাকা। সম্পূর্ণ অযৌক্তিক এবং কাল্পনিকভাবে ডিপিডিসি কর্মীরা এই বিল তৈরি করেছেন ।

এছাড়াও ঢাকার পানি বিতরণ সংস্থা ওয়াসার বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি। সৈয়দ এহসানুল হুদা বলেন, জনগণকে অন্ধকারে রেখে পানির বিল প্রতি ইউনিটে ৩ দশমিক ৫০ টাকা করে বাড়ানো হয়েছে।

HUDA-1

তিনি বলেন, ‘ওয়াসার এই মূল্যবৃদ্ধির কারণে মার্চে পানির বিল এসেছে ১১ হাজার ৭৬৫ টাকা। যা গত ফেব্রুয়ারিতে এসেছিল ২ হাজার ৩০০টাকা (মিটার নম্বর ১২২৫৮৬)।

করোনার এই মহামারিতে বাংলাদেশ সরকারসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার যখন তার জনগণকে সুরক্ষিত রাখতে বিভিন্ন প্যাকেজ প্রণোদনা দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ঢাকার দুই সেবাদানকারী সরকারি সংস্থার এমন দৃষ্টান্ত সাধারণ মানুষকে আরও বিক্ষুব্ধ করে তুলবে। অনতিবিলম্বে বর্ধিত মূল্য হ্রাস করে ডিপিডিসি এবং ওয়াসাসহ সব সেবাদানকারী সংস্থা দায়িত্বশীল হবে জনগণ সেটাই প্রত্যাশা করে।

কেএইচ/এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।