প্রতিবন্ধীদের মাঝে যুবলীগের খাদ্যসামগ্রী বিতরণ
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে প্রতিবন্ধী, অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে কেন্দ্রীয় যুবলীগ।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল উপস্থিত থেকে পাঁচ শতাধিক বধির প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনাভাইরাসের কারণে প্রতিবন্ধীরা অসহায় হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ অসহায় মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বধির প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হলো। করোনা পরিস্থিতি যতদিন থাকবে, যুবলীগের সহায়তা অব্যাহত থাকবে।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের অসহায় মানুষ এবং চিকিৎসা সেবায় নিয়োজিতদের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছে যুবলীগ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ডিএনসিসির কাউন্সিলর জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী, কেন্দ্রীয় যুবলীগ নেতা মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।
এফএইচএস/এমএসএইচ/এমকেএইচ