পরিবেশ সংরক্ষণে যত্নবান হলে ভাইরাস থেকে সুরক্ষা দেয়া সহজ হতো
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পরিবেশ সংরক্ষণে আরও যত্নবান হলে রোগ-বালাই-ভাইরাস থেকে মানুষকে সুরক্ষা দেয়া সহজ হতো।
শুক্রবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকায় মন্ত্রী তার সরকারি বাসভবনে গাছের চারা রোপণকালে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির এ সময়ে প্রকৃতি ও পরিবেশের স্বাচ্ছন্দ্য বিকাশ এবং বন্যপ্রাণীর নির্ভয় বিচরণ আমাদের দেখিয়ে দিচ্ছে স্বাভাবিক অবস্থায় আমরা পরিবেশের প্রতি কতটা নির্দয় আচরণ করি।
চলমান মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির দেশব্যাপী ১০০ প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়ার কথাও এ সময় জানান ড. হাছান মাহমুদ।
এ সময় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এইউএ/এসআর/পিআর