ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশফাক করোনা আক্রান্ত
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, তিনি এখন বাসায় আছেন, ভালো আছেন।
আশফাক বলেন, অত্যন্ত দুঃখের বিষয় আমি কোভিড-১৯ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছি। আমার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বাংলাদেশে অবস্থিত ভাইবোন ও বাংলাদেশি নাগরিক পৃথিবীর যে যেই প্রান্তে আছেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ থাকার কারণে মোবাইল ব্যবহার করতে পারছি না, তাই কারও সাথে যোগাযোগ না করতে পারায় আন্তরিকভাবে দুঃখিত।
তিনি বলেন, পরম করুণাময় আল্লাহপাক যেন আমাকে সুস্থতা দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে আমি যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি।
আশফাক আরও বলেন, আপনারা সতর্ক হোন, সাবধানে থাকুন ও নিরাপদে থাকুন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।
কেএইচ/বিএ