চট্টগ্রামে বিএনপি বানাচ্ছে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৪ জুন ২০২০

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রামে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করছে বিএনপি। নগরের একটি কমিউনিটি সেন্টারে এ আইসোলেশন সেন্টার তৈরির কাজ শুরু করছেন বিএনপি নেতারা।

বুধবার (২৪ জুন) প্রকল্প এলাকা পরিদর্শনে যান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

বিএনপি নেতারা জানান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এ আইসোলেশন সেন্টার তৈরির প্রাথমিক কাজ শুরু হবে। তবে মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। দ্রুততম সময়ের মধ্যে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে সেটি রোগীদের চিকিৎসার জন্য খুলে দেয়া হবে।

পরিদর্শনকালে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। করোনা রোগীদের পাশে দাঁড়াতে আমরা ১০০ শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করছি। চিকিৎসা সেবার উপযোগী করে এই আইসোলেশন সেন্টার শিগগিরই খুলে দেয়া হবে।’

শাহাদাতের সঙ্গে নগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, ড্যাবের চট্টগ্রাম জেলা সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক ও নগর কমিটির সভাপতি ডা. মো. আব্বাস উদ্দীন এবং সাধারণ সম্পাদক ডা. মো. বেলায়েত হোসেন ঢালী ছিলেন।

আবু আজাদ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।