ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বাসায় আছেন, সুস্থ আছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সম্পূর্ণ সুস্থ আছেন।
সোমবার (৬ জুলাই) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
দিদার বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মারা গেছেন মর্মে রোববার দিবাগত রাত থেকে একটি মহল বিভ্রান্তি ছড়িয়েছে।
তিনি আরও বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া তার বাসায় আছেন। কোনো হাসপাতালে ভর্তি হননি। দয়া করে রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে কেউ গুজব বা বিভ্রান্তি ছড়াবেন না।
কেএইচ/বিএ/এমকেএইচ