করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপি নেতা আউয়াল খান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ২০ জুলাই ২০২০

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান আর নেই। করোনা ভাইরাসের কাছে হার মেনে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর।

সোমবার (২০ জুলাই) সোয়া ২টায় মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই বাংলাদেশে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। সোমবারও স্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে ৫০ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ২ হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে। মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ সাত হাজার ৪৫৩ জনে।

কেএইচ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।