এই দুঃসহ অবস্থা থেকে পরিত্রাণ চাই: হাফিজ

দেশে কোনো ভোটাধিকার নেই অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আজকে আমাদের কোনো নাগরিক অধিকার নেই, ভোটাধিকার নেই। এই দুঃসহ অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি রেস্টুরেন্টে দেশের মঙ্গল কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
হাফিজ উদ্দিন বলেন, আমি আশা করবো ’৭১-এ যে ধরনের তরুণদের দেখতে পেয়েছিলাম, যাদের এক মাসের ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করেছিলাম, যারা মাইন, কামানের গোলা, মেশিনগানের মুহুর্মুহু গোলা অতিক্রম করে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই ধরনের সাহসী সন্তানদের আবার রাজপথে দেখতে চাই। আসুন আমরা সবাই মিলে রাজপথে শামিল হয়ে দুঃশাসনের অবসানের লক্ষ্যে এগিয়ে যাই।
‘আমরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের অবসান চাই। দুঃশাসনের অবসান চাই। গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা চাই। ভোটাধিকার চাই, মানবিক অধিকার চাই, সাম্য চাই, মানবিক মর্যাদা চাই’— বলেন বিএনপির এ ভাইস চেয়ারম্যান।
অধিকার কেউ এমনিতে দেবে না উল্লেখ করে তিনি বলেন, এটা কেউ আমাদের দেবে না। উত্তর দিক থেকেও দেবে না, দক্ষিণ দিক থেকেও দেবে না। কোনো দিক থেকে দেবে না। এটা আমাদের রাজপথে নেমে আদায় করতে হবে। আসুন আমরা সবাই একে অন্যের মঙ্গল কামনা করি। আমরা যেন আমাদের এই প্রিয় দেশটিকে পরবর্তী প্রজন্মের জন্য বসবাসযোগ্য করে রেখে যেতে পারি।
কেএইচ/এইচএ/জিকেএস