ভ্যাকসিন নিয়েও দলীয়করণের চেষ্টা করছে সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘করোনার ভ্যাকসিন নিয়েও দলীয়করণের চেষ্টা করছে সরকার। শুধুমাত্র সরকারি দলের নেতাদের তালিকা করে করোনা ভ্যাকসিন দেয়ার খবর শোনা যাচ্ছে। ভিন্ন মতের বা বিরোধীদলের লোকেরা করোনা ভ্যাকসিন পাবে কি না যথেষ্ট সন্দেহ রয়েছে।’
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ভোট কেন্দ্রে যেমন বিরোধীদলের নেতাকর্মীরা যেতে পারে না, তেমনি করোনা ভ্যাকসিনও বিরোধীদলের নেতাকর্মীরা পাবে না।’ ভারত থেকে আনা করোনা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।
রিজভী বলেন, ভারতে করোনা ভ্যাকসিন নিয়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। সেই ভ্যাকসিন বাংলাদেশে আনা হচ্ছে।’
এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ করেন।
কেএইচ/এমএইচআর/এমকেএইচ