ভারতের টিকা উপহার বাংলাদেশের মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকারের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ বাংলাদেশকে উপহার দেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ।
শনিবার (২৩ জানুয়ারি) সকালে এক অভিনন্দন বার্তায় ভারত সরকার ও দেশটির সাধারণ জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
জিএম কাদের বলেন, ‘করোনাকালে ভারত সরকারের এ উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে। ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন পেয়ে দেশের মানুষ অত্যন্ত খুশি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘করোনার ছোবলে বিশ্বব্যাপী যখন ভয়ার্ত পরিবেশ তখন ভারত সরকারের এই উপহার প্রমাণ করেছে- বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব অকৃত্রিম এবং অনুপম। আগামী দিনে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’
এসএম/এএএইচ/এমএস