কাল দেশব্যাপী বিক্ষোভ করবে ছাত্রদল

মুশতাক আহমেদকে ‘হত্যা’ ও জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে পুলিশি হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।
সংগঠনটির সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিদ্যমান অবৈধ অগণতান্ত্রিক সরকারের গাত্রদাহ প্রচার মাধ্যমের স্বাধীনতা লুণ্ঠনের আরও একটি কলঙ্কজনক উদাহরণ কারাবন্দি লেখক মুশতাক ‘হত্যা’। এই বর্বর হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল আহূত বিক্ষোভ সমাবেশে সরকারের পুলিশ বাহিনীর নগ্ন হামলার প্রতিবাদে এক দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আগামীকাল সোমবার (১ মার্চ) দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের এ ব্যাপারে আহ্বান জানানো হয়েছে।
কেএইচ/এআরএ/এমকেএইচ