বিএনপি নেতা অধ্যাপক মান্নানের মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার মস্তিষ্কে জমে থাকা পানি অপসারণে অস্ত্রোপচার করতে হবে।
বুধবার (১৯ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অধ্যাপক এম এ মান্নান অনেক দিন ধরে অসুস্থ। গত কিছু দিন যাবত মস্তিষ্কে কাজ করছে না। গত ১৫ জানুয়ারি তাকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
‘চিকিৎসকের পরামর্শে মান্নান সাহেবের একমাত্র ছেলে মনজুরুল করিম রনি জানিয়েছেন, মস্তিষ্কে পানি জমে থাকায় মস্তিষ্ক কোনোরকম কাজ করছে না।’
শায়রুল বলেন, ডায়াবেটিস বৃদ্ধির কারণে অপারেশন করতে দেরি হচ্ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসলে ইনশাআল্লাহ দ্রুতই অপারেশন করা হবে।
বিএনপির এই নেতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চাওয়া হয়েছে।
কেএইচ/এমআরআর/জিকেএস