বিএনপির শুক্রবারের আলোচনাসভা স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২১ জানুয়ারি) যে আলোচনাসভা হওয়ার কথা ছিল তা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়-বিএনপির উদ্যোগে শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠেয় আলোচনাসভাটি স্থগিত করা হলো।
কেএইচ/এমএএইচ/এমএস