ভোটে আসা ছাড়া বিএনপির কোনো পথ নেই: নানক

নির্বাচনে আসা ছাড়া বিএনপির সামনে কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, ‘গত রমজান থেকেই বিএনপির প্রার্থীরা এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছে। তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এখন হয়তো পানি ঘোলা করার চেষ্টা করছে।’
শুক্রবার (২০ মে) ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ র্যালির আয়োজন করা হয়।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে। অহেতুক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপির কর্মকাণ্ড মানুষ ভোলেনি। তাদের নেতা নেই। এখন পানি ঘোলা করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে।’
র্যালিতে অন্যদের মধ্যে অংশ নেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।
এসইউজে/এএএইচ/জেআইএম