বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বাঙলা কলেজের সামনের সড়কে মিছিল
বিক্ষোভ মিছিল করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ মে) কলেজের ক্যাম্পাসের সামনের সড়কে এই মিছিল হয়।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম এরশাদের মুক্তির দাবিতে এই মিছিল হয়। এতে নেতৃত্ব দেন কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক রিয়ান জোয়ার্দার।
এছাড়া বাঙলা কলেজ ছাত্রদলের মাসুদ রানা, মো. সোলাইমান সূর্য, মো. ইব্রাহীম, মো. রাজন, মো. জুনায়েদ, মো. আবু তালহা, সাব্বির হোসেন আদর, মো. রাসেল ও আতিকুর রহমান আতিক প্রমুখ অংশ নেন।
কেএইচ/জেডএইচ/এমএস